পুষ্টি, বিপাক ও পরিপাক

Show Important Question


61) ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি--
A) রাইবোফ্লোবিন
B) থায়ামিন
C) প্যান্টোথেনিক অ্যাসিড
D) কোলিন

62) ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি
A) সায়ানোকোবালামিন
B) পাইরিডক্সিন
C) রাইবোফ্লোভিন
D) অ্যাসকরবিক অ্যাসিড

63) কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাঁড় বেঁকে যায়?
A) ভিটামিন-B
B) ভিটামিন-K
C) ভিটামিন-C
D) ভিটামিন-D

64) রক্ত শুন্যতা দেখা যায় কোন ভিটামিন এর অভাবে –
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন B2
D) ভিটামিন B12

65) যে ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয় -
A) ভিটামিন A
B) ভিটামিন B6
C) ভিটামিন C
D) ভিটামিন K

66) কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া দেখা দেয়--
A) ভিটামিন ডি
B) ভিটামিন সি
C) ভিটামিন এ
D) ভিটামিন কে

67) ভিটামিন বি12 এ নিম্নের যে ধাতুটি বর্তমান তা হল
A) তামা
B) লোহা
C) কোবাল্ট
D) অ্যালুমিনিয়াম

68) ভিটামিন নিম্নের কে আবিষ্কার করেন--
A) রবার্ট কক
B) ক্যাসিমির ফাংক
C) কেলভিন
D) বান্টিং ও বেস্ট

69) ভিটামিন-K রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এটি সংশ্লেষ করে
A) থ্রম্বোপ্লাস্টিন
B) ফাইব্রিনোজেন
C) প্রোথ্রম্বিন
D) উপরের সব কটি

70) নিম্নলিখিত মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন?
A) ভিটামিন A
B) ভিটামিন C
C) ভিটামিন D
D) ভিটামিন K

71) কোন ভিটামিন টি জলে দ্রবণীয় নয় ?
A) C
B) P
C) K
D) B

72) Deficiency of Vitamin-D results in / ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়
A) night blindness/ রাতকানা
B) rickets/ রিকেট
C) scurvy/ স্কার্ভি
D) hairfall/ চুল উঠে যাওয়া